x 
Empty Product

Articles

অক্টোবর

User Rating:  / 0
PoorBest 

আম মহান আল্রাহ তায়ালার সৃষ্ট ফলগুলোর মধ্যে অন্যতম। প্রকৃত যত্ন আর সময়মত পরিচর্যা আমের ফলন অনেক গুন বাড়িয়ে দেয়।

আসুন দেখি একজন আম চাষী হিসেবে এই মাসে আপনার করনীয়:


* গাছের শুকনো বা মরা ডাল থাকলে তা কেটে ফেলা উচিত।


* ম্যালফরমেশান (গুচ্ছকারে মুকুল) মুকুল বিকৃতি বা দৈহিক বিকৃতি রোগ দমনে এ মাসের প্রথমেই ৪.৫ লিটার পানিতে ১ এমএল প্লানোফিক্স বা ন্যাপথলিন এসটিক এসিড (ঘঅঅ) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে গুলে স্প্রে করলে তীব্রতা কমে।


* লীফ কাটিং উইভিল পোকা দমনে(গত মাসের ন্যায়)।


* পাতা খেকো শুয়োপোকা আক্রমণ হলে ডাইক্লোরোভস (ফসভিট) ১০০ ইসি প্রতি লিটার পানিতে ২ মিলি হারে দিয়ে স্প্রে করতে হবে।


* ডাই ব্যাক এর লক্ষণ দেখা দিলে মরা অংশের নীচে কেটে দিয়ে কাটা অংশে বোর্দোপেষ্ট বা আলকাতরা লাগিয়ে দিয়ে কার্বেন্ডাজিম (ব্যাভিষ্টিন) ১ গ্রাম হারে ১৫ দিন পর পর ৩ বার স্প্রে করতে হবে।


* লীফ গল এবং টুইপ গল যুক্ত ডালপালা ছাঁটাই করে গল মাছি আক্রমণ দুর করা যায়।

 

Leave your comments

0
terms and condition.
  • No comments found