x 
Empty Product
Monday, 28 March 2016 07:34

কানসাটে বাণিজ্যিক ভিত্তিতে চালু হয়েছে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি

Written by 
Rate this item
(0 votes)

বাণিজ্যিক ভিত্তিতে শুরু হচ্ছে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির ব্যবহার। চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নতুন এই প্রযুক্তি ব্যবহার করে গত বছর ব্যাপক সফলতা পাওয়ায় এবার তা আম চাষিদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। জেলার আমচাষিদের মাঝে সরবরাহের জন্য এরই মধ্যে চীন থেকে বিশেষ ধরনের এই ব্যাগ আমদানি করেছে চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠান। ফল বিজ্ঞানীরা বলছেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে আম উৎপাদনে একদিকে যেমন ক্ষতিকারক রাসায়নিক কীটনাশকের ব্যবহার বন্ধ হবে, সেই সাথে বিদেশের বাজারেও সুমিষ্ট আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম রফতানির দ্বার উন্মোচিত হবে।
সড়কের ধারে সারিসারি আমগাছ আর সুস্বাদু আমের কথা আসলেই চলে চাঁপাইনবাবগঞ্জের নাম। জেলায় প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়। কিন্তু আমের মাছি পোকা বা ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ রোধে এখন কীটনাশক ব্যবহারের হার অনেক বেড়ে গেছে। অধিক ফলন পেতে ভালো-মন্দ বিচার না করেই মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে অন্যদিকে আমের উৎপাদন ব্যয়ও বেড়েছে। এ অবস্থায় মাছি পোকার আক্রমণ থেকে আম রক্ষায় গতবছর নতুন এক প্রযুক্তি নিয়ে কাজ করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ড. সরফ উদ্দিন। বিভিন্ন দেশে ব্যবহার হওয়া ফ্রুট ব্যাগ পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশে তার সম্ভাবনা যাচায় করেন তিনি। গতবছর চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের কয়েকটি আম গাছে এই প্রযুক্তি ব্যবহার করে তিনি সাফল্য পান।

http://socialmirror24.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81/#.VviFZiHCm1s

Read 3430 times Last modified on Monday, 28 March 2016 09:47

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.