x 
Empty Product
  • 1.jpg
  • 2.jpg
  • 3.jpg
  • 4.jpg
  • 5.jpg
  • 6.jpg

একটি  Up-coming Project.  ভালো জাতের অর্গানিক আম সবার কাছে পৌছে দেওয়া এবং চাঁপাই নবাবগন্জ তথা গৌড়ের পর্যটন সম্ভাবনাকে সবার কাছে তুলে ধরাই আমাদের মুল লক্ষ। গত ১২ই ফেব্রুয়ারী ২০১৩ থেকে আমরা ই-সেবা দিয়ে যাচ্ছি। প্রাথমিক পর্যায়ে আমরা শুধুমাত্র প্যাকেট জাত আম সরাবরাহ করছি। শিঘ্রই আম যাদুঘর, পর্যটন ক্যাম্প সহ অন্যান্য সুবিধাগুলো চালু হবে ইনশাআল্লাহ...


নিউজ আপডেট : আমের সর্বশেষ খবর

:

 

বারোমাসি আম

User Rating:  / 0
PoorBest 

একই সময়ে গাছের এক ডালে আম পাকে, অন্য ডালে আসে মুকুলঃ

বছরের সবসময় ফলন হয় বলে আমের নামই হয়ে গেছে 'বারমাসি আম'। এই আম পাকলে হলুদ রংয়ের হয়, খেতেও খুব সুস্বাদু। কলম থেকে হয়

একই সময়ে গাছের এক ডালে আম পাকে, অন্য ডালে আসে মুকুলঃ

বছরের সবসময় ফলন হয় বলে আমের নামই হয়ে গেছে 'বারমাসি আম'। এই আম পাকলে হলুদ রংয়ের হয়, খেতেও খুব সুস্বাদু। কলম থেকে হয়

 

এর গাছ। একটি পূর্ণাঙ্গ গাছ থেকে বছরে ৪/৫ মণ আম পাওয়া সম্ভব। এই আম গাছের প্রধান বৈশিষ্ট্য হলো, একই সময়ে এক ডালে আম পাকে আর অন্য ডালে আসে মুকুল।

ব্রাহ্মণবাড়িয়া শহরে নিজের বাগানবাড়িতে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলাই চন্দ্র দাস বারমাসি জাতের আমের চাষ করছেন। বাণিজ্যিকভাবে এ আমের চাষ করা গেলে দেশে আমের ঘাটতি পূরণের পাশাপাশি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব বলে তিনি মনে করেন।

বলাই চন্দ্র দাস জানান, ২০০০ সালে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের তত্কালীন মহা-পরিচালক এনামুল হকের কাছ থেকে এই আম গাছের কলম সংগ্রহ করে তিনি বাসায় লাগান। ২০০৬ সালে তার গাছে প্রথম আম ধরে। গত এক বছর ধরে প্রতি মাসেই আম ধরছে। এ পর্যন্ত তিনি এ গাছ থেকে ৫ বার আম সংগ্রহ করেছেন। একেকটি আমের ওজন ৩শ' থেকে ৫শ' গ্রাম পর্যন্ত হয় বলে তিনি জানান। স্থানীয় সহকারী কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি এই আম গাছ মাঠে সমপ্রসারণের জন্য। এর মধ্যে কিছু চারা লাগানো হয়েছে। এগুলো পরিচর্যা করতে পারলে সারা বছরই আম পাওয়া যাবে।

Leave your comments

0
terms and condition.
  • No comments found

গ্রাহক সেবা

দেশের প্রায় সকল বিভাগে রয়েছে আমাদের তালিকাভুক্ত সম্মানিত ডিলার। এছাড়াও "কুরিয়ার সাভিস" সেবা আছে এমন যেকোন জায়গায় আম পাঠানো সম্ভব।

আমাদের ডিলার তালিকা

 

: ছবি ঘর :

:: খবর ::

বাজারে নতুন আম badge

বাজারে কোন আম আসেনি। আসছে আগামী মে মাস হতে পাওয়া যাবে।

বাজারে শেষ আম badge

বাজারে কোন আম আসেনি। আসছে আগামী মে মাস হতে পাওয়া যাবে।

মোবাইলে তথ্য পেতে আপনার নাম ও মোবাইল নাম্বার টি পাঠিয়ে দিন

সাথেই থাকুন

নিজেকে যুক্ত করুন আমাদের সাথে......

আমের সব খবর পৌছে যাবে সময় মত......