কিভাবে যাবেন আমের দেশে
- Published Date
- Written by Super Admin
- Hits: 41983
ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জ ৩৬০ কি.মি.
যাতায়তের একমাত্র সরাসরি যোগাযোগ মাধ্যম বাস। বাস ভাড়া ৫০০ টাকা । সময় লাগে প্রায় ৬ থেকে ৮ ঘন্টা। প্রধান প্রধান বাস সার্ভিস হানিফ এন্টারপ্রাইজ, মডার্ণ এন্টারপ্রাইজ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস ইত্যাদি।
ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জ ৩৬০ কি.মি.
যাতায়তের একমাত্র সরাসরি যোগাযোগ মাধ্যম বাস। বাস ভাড়া ৫০০ টাকা । সময় লাগে প্রায় ৬ থেকে ৮ ঘন্টা। প্রধান প্রধান বাস সার্ভিস হানিফ এন্টারপ্রাইজ, মডার্ণ এন্টারপ্রাইজ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস ইত্যাদি।
বিভিন্ন জায়গায় তাদের টিকেট কাউন্টার রয়েছে, তবে প্রধান কাউন্টারগুলো হলো হানিফ এন্টারপ্রাইজ-কলেজ গেট, শ্যামলী ঢাকা; মডার্ণ এন্টাপ্রাইজ- কল্যাণপুর, ঢাকা। ফোন নং ট্রেনে রাজশাহী পর্যন্ত আসা যেতে পারে, সেখান থেকে চাঁপাই নবাবগঞ্জ বাস দেড় ঘন্টার পথ।
রাজশাহী থেকে চাঁপাই নবাবগঞ্জ ৪৮ কি.মি.
প্রধান দুটি বাস সার্ভিস হলো “মহানন্দা বাস সার্ভিস” ও “গেট লক সার্ভিস”। এই দুই সার্ভিসের নির্ধারিত সময়সীমা রাজশাহী থেকে চাঁপাই নবাবগঞ্জ ১ঘন্টা ২০ মিনিট। দুটো সার্ভিস একই সমিতি দ্বারা পরিচালিত, তবে মহানন্দা'য় দাঁড়ানো যাত্রী নেয়া হয় আর গেইট লক-এ নেয়া হয়না। “মহানন্দা বাস সার্ভিস”-এর গাড়িগুলো ছাড়ে “মহানন্দা” বাস কাউন্টার থেকে। “গেট লক সার্ভিস”-এর গাড়িগুলো প্রধান বাস টার্মিনাল থেকে ছাড়ে। বাস ভাড়া ৭৫ টাকা ।
সোনামসজিদ স্থল বন্দর থেকে চাঁপাই নবাবগঞ্জ
লোকাল বাস সার্ভিসের পাশাপাশি সেমি-গেটলক নামে একটি বাস বার্ভিস রয়েছে এই পথে।
অন্যান্য জেলায় যাতায়াত:
একমাত্র বিআরটিসি বাস সার্ভিস চাঁপাই নবাবগঞ্জ থেকে বেশ কয়েকটি শহরের উদ্দেশ্যে ছেড় যায়। যেমন: রংপুর, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুর ও বরিশাল।
জেলার মধ্যে চলাচল:
জেলার মধ্যে বিভিন্ন উপজেলায় যাবার জন্য এবং রাজশাহী সদরে যাবার জন্য সর্বমোট ৪টি রুটে বাস চলাচল করে।
১. চাঁপাই নবাবগঞ্জ - রাজশাহী
২. চাঁপাই নবাবগঞ্জ - শিবগঞ্জ
৩. চাঁপাই নবাবগঞ্জ - নাচোল
৪. চাঁপাই নবাবগঞ্জ - গোমস্তাপুর
শহরের মধ্যে চলাচল:
শহরের মধ্যে চলাচলের জন্য ব্যাটারি চালিত অটোরিক্সা ও সাইকেল রিক্সা ব্যবহার করা হয়।
থাকাঃ
থাকার জন্য কয়েকটি হোটেলঃ হোটোল আল নাহিদ হোটেল স্বপ্নপুরী
খাবার হোটেল:
এক. দেশী খাবারের জন্য জনপ্রিয় রেস্টুরেন্ট আলাউদ্দীন, উদয়ন মোড়। এছাড়াও রয়েছে রাঁধুনী এবং আরো অন্যান্য রেস্টুরেন্ট।
দুই. চাইনিজ খাবার: আলাউদ্দীন চাইনিজ রেস্টুরেন্ট, উদয়ন মোড় এবং চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট, শান্তিমোড়।
Comments
- No comments found
ফজলি আপডেট
- অনলাইন আম সেলারদের তালিকাঃ
- আমের জন্য ই-কমার্স ব্যবসা: কিভাবে করবেন বিস্তারিত জনুন
- আমের ই-কমার্স ব্যবসা কি ভাবে শুরু করা যায়? | আমের ই-কমার্স ব্যবসা শুরুর গাইডলাইন
- চালু হতে যাচ্ছে ই-আম সেলারদের প্লাটফরম
- ই-ক্যাব ফেক ক্রেতার একটা লিস্ট তৈরি করতে পারে
- Bangladesh Rapid eTrade Readiness Assessment
- একটি সফল ই কমার্স ওয়েবসাইট এর হোমপেজ
- একটি প্রতারণার এবং অন্যদের প্রতি সাবধানতা
- খুব শীঘ্রই ৬৪ জেলায় হবে ই-কমার্স ওয়্যার হাউস
- আমার পেজ এর পিক অন্য পেজে ব্যবহার করছে
- কিভাবে ফেসবুক পেজ বিজনেসের জন্য ব্যাবহার করবেন
- ই-ব্যবসার পাইকার জিলিঙ্গো আসছে সর্বোচ্চ বিনিয়োগ নিয়ে
- মার্কেটিং নয় যেন টাকা ছাপানোর লাইসেন্স হাতে পাওয়া
- ফেসবুকে এড দিলে লাইক কমেন্ট আসে কিন্তু সেল আসে না। কি করবেন?
- আমি আধা পাকা কলা দেয়ার কথা উল্লেখ করে দিলেও তারা পাকা গলা কলা নিয়ে আসে
- স্যামসাং অফিসিয়াল কেউ কি আছেন, কিছু কি করবেন?
- ৩১ মার্চ পর্যন্ত ৪৮১০০ টাকা ছিল সেটি এখন ৬% মূল্যছাড়ে ৫৩০০০ টাকা
- ড্রপশিপিং কোম্পানীগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভেন্ডর ম্যানেজমেন্ট
- ২০১৯ সালে ফেসবুক মার্কেটিং এর জন্য ৯ টি প্রয়োজনীয় পরিসংখ্যান
- লোকাল বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়ার ম্যাজিক
আরোও কিছু আম

Leave your comments