বিভিন্ন দেশে আম পাকার সময়
- Published Date
- Written by Super Admin
- Hits: 9899
বিভিন্ন দেশে বিভিন্ন সময় আম পাকে। আমাদের দেশে মে-জুন মাসে আম পাকলেও পার্শবতী দেশ ভারতে পাকে মার্চ-এপ্রিল মাসে।নিচে বিভিন্ন দেশে আম পাকার সময় তুলে ধরা হলোঃ
বিভিন্ন দেশে বিভিন্ন সময় আম পাকে। আমাদের দেশে মে-জুন মাসে আম পাকলেও পার্শবতী দেশ ভারতে পাকে মার্চ-এপ্রিল মাসে।নিচে বিভিন্ন দেশে আম পাকার সময় তুলে ধরা হলোঃ
এলাকার নাম |
মুকুল আসার সময় |
ফল পাকার সময় |
মন্তব্য |
উত্তর ভারত |
ফেব্রুয়ারি-মার্চ |
মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত |
|
দক্ষিণ ভারত |
ডিসেম্বর-জানুয়ারি |
ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত |
কিছু জাত জুলাই থেকে নভেম্বরের মধ্যে পাকে |
পশ্চিম বাংলা |
জানুয়ারি-ফেব্রুয়ারি |
মে থেকে আগষ্ট |
|
ইসরাইল |
মার্চ |
জুন থেকে অক্টোবর |
|
মিশর |
ফেব্রুয়ারি |
মে থেকে জুলাই |
|
ফ্লোরিডা (ইউ.এস.এ) |
ডিসেম্বর থেকে এপ্রিল |
মার্চ থেকে আগস্ট ও সেপ্টেম্বর |
কিছু কিছু কলমের জাত বছরে দুইবার ফলে |
কুইন্সল্যান্ড (অস্ট্রেলিয়া) |
জুন থেকে জুলাই,আগষ্ট এবং সেপ্টেম্বর |
নভেম্বর থেকে জানুয়ারি |
|
দক্ষিণ আফ্রিকা |
আগস্ট-সেপ্টেম্বর |
নভেম্বর থেকে জানুয়ারি |
|
জামাইকা |
ফেব্রুয়ারি- মার্চমে থেকে আগষ্ট |
সারা বছরই আম পাওয়া যায়। |
|
বাংলাদেশ |
জানুয়ারি থেকে মার্চ |
মে থেকে আগষ্ট |
বছরে ২ বার ফলে এমন কলমের জাত রয়েছে। কাজলা-৪ নামের বারোমাসি আম বছরে ৩ বার ফলে। |
Comments
- No comments found
ফজলি আপডেট
- অনলাইন আম সেলারদের তালিকাঃ
- আমের জন্য ই-কমার্স ব্যবসা: কিভাবে করবেন বিস্তারিত জনুন
- আমের ই-কমার্স ব্যবসা কি ভাবে শুরু করা যায়? | আমের ই-কমার্স ব্যবসা শুরুর গাইডলাইন
- চালু হতে যাচ্ছে ই-আম সেলারদের প্লাটফরম
- ই-ক্যাব ফেক ক্রেতার একটা লিস্ট তৈরি করতে পারে
- Bangladesh Rapid eTrade Readiness Assessment
- একটি সফল ই কমার্স ওয়েবসাইট এর হোমপেজ
- একটি প্রতারণার এবং অন্যদের প্রতি সাবধানতা
- খুব শীঘ্রই ৬৪ জেলায় হবে ই-কমার্স ওয়্যার হাউস
- আমার পেজ এর পিক অন্য পেজে ব্যবহার করছে
- কিভাবে ফেসবুক পেজ বিজনেসের জন্য ব্যাবহার করবেন
- ই-ব্যবসার পাইকার জিলিঙ্গো আসছে সর্বোচ্চ বিনিয়োগ নিয়ে
- মার্কেটিং নয় যেন টাকা ছাপানোর লাইসেন্স হাতে পাওয়া
- ফেসবুকে এড দিলে লাইক কমেন্ট আসে কিন্তু সেল আসে না। কি করবেন?
- আমি আধা পাকা কলা দেয়ার কথা উল্লেখ করে দিলেও তারা পাকা গলা কলা নিয়ে আসে
- স্যামসাং অফিসিয়াল কেউ কি আছেন, কিছু কি করবেন?
- ৩১ মার্চ পর্যন্ত ৪৮১০০ টাকা ছিল সেটি এখন ৬% মূল্যছাড়ে ৫৩০০০ টাকা
- ড্রপশিপিং কোম্পানীগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভেন্ডর ম্যানেজমেন্ট
- ২০১৯ সালে ফেসবুক মার্কেটিং এর জন্য ৯ টি প্রয়োজনীয় পরিসংখ্যান
- লোকাল বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়ার ম্যাজিক
আরোও কিছু আম

Leave your comments