প্রশ্ন --আম গাছের কলম করার উপযুক্ত সময় কখন ?
উত্তর/মতামত---
আম গাছের কলম করার সময় হল মে হতে আগস্ট মাস। ভাল কলম পেতে চাইলে মে মাসের ২য় সপ্তাহ হতে জুলাই মাসে কলম করা উত্তম।
প্রশ্ন --দেশী আম গাছ কি কলম করা যাবে,কিভাবে কলম করতে হয়,,নিয়ম টা লিখবেন plzz
উত্তর/মতামত--
আপনি চাইলে দেশি আমের গাছের উপর দেশি জাতের কলম করতে পারবেন। এছাড়াও, দেশি গাছকে rootstock হিসেবে ব্যবহার করে অন্য ভাল জাতের আমের scion নিয়ে কলম করতে পারবেন। বিভিন্ন ধরনের কলম পদ্ধতি রয়েছে। গুটি কলম, ক্লেফট গ্রাফটিং, ভিনিয়ার গ্রাফটিং ইত্যাদি। কলম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। এছাড়াও সরাসরি যোগাযোগ করতে পারেন, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর.
প্রশ্ন -- আমি সিলেট এর মৌলভীবাজার জেলার অধিনস্ত এলাকায় বাস করি,ভাল জাতের কয়েক টি আম গাছের নাম দিবেন,ভাল জাতের আম গাছের ছেড়া কোথায় পাওয়া যাবে,plz amer ans ta diben..
উত্তর/মতামত--
বিএআরআই উদ্ভাবিত আমের ১১টি জাত রয়েছে। এগুলোর সবই ভাল জাত। এর মধ্যে বারি আম-৩,৪,৮,৯ এবং ১১ চাষ করতে পারেন। বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন: আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, মৌলভীবাজার।
প্রশ্ন -- প্রায় সাত দিন ধরে আমের গাছে মুকুল আসছে কিন্ত সব মুকুল ঝড়ে যাচ্ছে? এখন কি করব।
বিষয় :প্রায় সাত দিন ধরে আমের গাছে মুকুল আসছে কিন্ত সব মুকুল ঝড়ে যাচ্ছে? এখন কি করব।
উত্তর/মতামত--
আপনার আমের গাছ কি কলমের চারা, নাকি বীজের চারা, গাছের বয়স কত- এসব কিছুই জানান নাই। কলমের গাছ হলে ৪-৫ বছর বয়স পর্যন্ত কোন মুকুল, ফল ধরতে দেওয়া যাবে না, মুকুল আসলে ভেঙ্গে ফেলতে হবে। সারা বছর গাছের সঠিক পরিচর্যা, সেচ ও সার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। মুকুল ঝরে যাওয়ার লক্ষণসমূহ জানান নাই। এমতাবস্থায় পরামর্শ দেওয়া সমীচিন নয়। উপরোক্ত তথ্যসমূহ ঠিক থাকলে এখন পানি দিয়ে দেখতে পারেন। পাউডারী মিলডিউ, এনথ্রাকনোজ ও হপার পোকার আক্রমন আমের মুকুল ঝরার অন্যতম কারণ।
১। মুকুলে সাদা/ধূসর পাউডার (পাউডারী মিলডিউ) দেখা যায় তাহলে থিওভিট ২ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি প্রতি লি. পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
২। পাতা, মুকুলে কালো দাগ (এনথ্যাকনোজ) হলে ইন্ডোফিল ২ গ্রাম/লি. পানিতে মিশিয়ে পাতা, মুকুল, ডালপালা ভিজিয়ে স্প্রে করতে হবে।
৩। মুকুল শুকিয়ে বিবর্ণ (হপার পোকা) হলে রিপকর্ড ১০ ইসি/লি. পানিতে মিশিয়ে পাতা, মুকুল, ডালপালা ভিজিয়ে স্প্রে করতে হবে।
প্রশ্ন :আমের গাছে মুকুল আসার পর আম আটকানোর জন্য আমাকে কি ঔষধ দেওয়া লাগবে ?
উত্তর/মতামত--
আম গাছে মুকুল আসলে যে ঔষধগুলো দিতে পারেন:
১। কনফিডর ১ গ্রাম প্রতি ৫ লি: পানিতে এবং ইন্ডোফিল ২ গ্রাম প্রতি ১ লি: পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
২। রিপকর্ড ১ মিলি প্রতি লি: পানিতে এবং টিল্ট ০.৫ মিলি প্রতি লি: পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
এগুলো, ফুল যখন কুড়ি অবস্থায় থাকবে তখন একবার এবং ফল যখন মটর দানা আকৃত ধারন করবে তখন আরেকবার স্প্রে করতে হবে। আর ফল আটকানোর জন্য ফলের মটরদানা ও মার্বেল আকৃতিতে ২% ইউরিয়া স্প্রে করতে হবে।
প্রশ্ন :আমার আমের বাগান একটি আমের বাগান আছে অনেক আম হয় কিন্তু অধিকাংশ আমই পোকায় ধরে যেমন আমের উপর দেখে বোজার খমতা নাই যে ভিতরে পোকা আছে আর আমের বউল পরে যায় আমের করা কম থাকে
উত্তর/মতামত--
শোষক পোকা (হপার) এবং এনথ্যাকনোজ রোগ আমের প্রধান শত্রু । মুকুল আসার সময় এই পোকা এবং রোগের আক্রমনে ফুল ঝরে যায়। আমের মুকুল আসলে (ফুল ফোটার পূর্বেই) প্রতি লিটার পানিতে ১ মিলি ইন্ডোফিল মিশিয়ে এবং প্রতি ৫ লিটার পানিতে ১ মিলি কনফিডর মিশিয়ে একবার এবং তারপর আরেকবার গাছের পাতা, মুকুল, ডালপালা ভালভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।
আমের ফল ছিদ্রকারী/ভোমড়া পোকার কীড়া আমের গায়ে ছিদ্র করে ভিতরে ঢুকে শাঁস খায়। সাধারণত কচি আমের ছিদ্র করে এরা ভিতরে ঢুকে এবং ফল বড় হওয়ার সাথে সাথে ছিদ্র বন্ধ হয়ে যায়। তাই বাইরে থেকে আম ভাল মনে হলেও ভিতরে পোকা পাওয়া যায়। এই পোকার আক্রমন থেকে পরিত্রান পেতে আম গাছের মরা ও অপ্রয়োজনীয় শাখা, পরগাছা কেটে ফেলতে হবে। গাছে ফল মার্বেল(ছোট) অবস্থায় প্রতি লিটার পানিতে ১ মিলি হারে সাইপার মেথ্রিণ (রিপকর্ড/সিমবুস) ১০ ইসি মিশিয়ে ১০-১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে।
প্রশ্ন :১০ বছরের আম গাছের যত্ন ও সঠিক পরিমান সারের পরিমান ও প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে জানালে উপকৃত হতাম
উত্তর/মতামত--
আম গাছের যত্ন :
প্রতিবছর বর্ষার শেষে মরা, রোগাক্রান্ত , শুকনো ডালপালা কেটে ফেলা, পরগাছা দমন করা।
১০ বছরের গাছে সার : গোবর ২৫ কেজি, ইউরিয়া–৭৫০ গ্রাম, টিএসপি-৫০০ গ্রাম, এমওপি-২৫০ গ্রাম, জিপসাম-১০০ গ্রাম, জিন্কসালফেট-১৫ গ্রাম।
উল্লিখিত সার ২ ভাগ করে জৈষ্ঠ-আষাঢ় মাসে প্রথম ভাগ এবং আশ্বিন মাসে দ্বিতীয় ভাগ গাছের গোড়া থেকে ১ মিটার দুরত্বে রিং করে প্রয়োগ করতে হবে এবং প্রয়োজনে হালকা সেচ দিতে হবে।
#এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিস চলাকালীন সময়ে উল্লেখ্য নাম্বারে যোগোযোগ করতে পারেন ---
* ড. মো. হামিম রেজা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল ০১৭১২৭৬০৮২০/০১৮৭৪৬৯০৭৫৯
* ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২শ্ন --আম গাছের কলম করার উপযুক্ত সময় কখন ?
উত্তর/মতামত---
আম গাছের কলম করার সময় হল মে হতে আগস্ট মাস। ভাল কলম পেতে চাইলে মে মাসের ২য় সপ্তাহ হতে জুলাই মাসে কলম করা উত্তম।
প্রশ্ন --দেশী আম গাছ কি কলম করা যাবে,কিভাবে কলম করতে হয়,,নিয়ম টা লিখবেন plzz
উত্তর/মতামত--
আপনি চাইলে দেশি আমের গাছের উপর দেশি জাতের কলম করতে পারবেন। এছাড়াও, দেশি গাছকে rootstock হিসেবে ব্যবহার করে অন্য ভাল জাতের আমের scion নিয়ে কলম করতে পারবেন। বিভিন্ন ধরনের কলম পদ্ধতি রয়েছে। গুটি কলম, ক্লেফট গ্রাফটিং, ভিনিয়ার গ্রাফটিং ইত্যাদি। কলম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। এছাড়াও সরাসরি যোগাযোগ করতে পারেন, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর.
প্রশ্ন -- আমি সিলেট এর মৌলভীবাজার জেলার অধিনস্ত এলাকায় বাস করি,ভাল জাতের কয়েক টি আম গাছের নাম দিবেন,ভাল জাতের আম গাছের ছেড়া কোথায় পাওয়া যাবে,plz amer ans ta diben..
উত্তর/মতামত--
বিএআরআই উদ্ভাবিত আমের ১১টি জাত রয়েছে। এগুলোর সবই ভাল জাত। এর মধ্যে বারি আম-৩,৪,৮,৯ এবং ১১ চাষ করতে পারেন। বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন: আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, মৌলভীবাজার।
প্রশ্ন -- প্রায় সাত দিন ধরে আমের গাছে মুকুল আসছে কিন্ত সব মুকুল ঝড়ে যাচ্ছে? এখন কি করব।
বিষয় :প্রায় সাত দিন ধরে আমের গাছে মুকুল আসছে কিন্ত সব মুকুল ঝড়ে যাচ্ছে? এখন কি করব।
উত্তর/মতামত--
আপনার আমের গাছ কি কলমের চারা, নাকি বীজের চারা, গাছের বয়স কত- এসব কিছুই জানান নাই। কলমের গাছ হলে ৪-৫ বছর বয়স পর্যন্ত কোন মুকুল, ফল ধরতে দেওয়া যাবে না, মুকুল আসলে ভেঙ্গে ফেলতে হবে। সারা বছর গাছের সঠিক পরিচর্যা, সেচ ও সার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। মুকুল ঝরে যাওয়ার লক্ষণসমূহ জানান নাই। এমতাবস্থায় পরামর্শ দেওয়া সমীচিন নয়। উপরোক্ত তথ্যসমূহ ঠিক থাকলে এখন পানি দিয়ে দেখতে পারেন। পাউডারী মিলডিউ, এনথ্রাকনোজ ও হপার পোকার আক্রমন আমের মুকুল ঝরার অন্যতম কারণ।
১। মুকুলে সাদা/ধূসর পাউডার (পাউডারী মিলডিউ) দেখা যায় তাহলে থিওভিট ২ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি প্রতি লি. পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
২। পাতা, মুকুলে কালো দাগ (এনথ্যাকনোজ) হলে ইন্ডোফিল ২ গ্রাম/লি. পানিতে মিশিয়ে পাতা, মুকুল, ডালপালা ভিজিয়ে স্প্রে করতে হবে।
৩। মুকুল শুকিয়ে বিবর্ণ (হপার পোকা) হলে রিপকর্ড ১০ ইসি/লি. পানিতে মিশিয়ে পাতা, মুকুল, ডালপালা ভিজিয়ে স্প্রে করতে হবে।
প্রশ্ন :আমের গাছে মুকুল আসার পর আম আটকানোর জন্য আমাকে কি ঔষধ দেওয়া লাগবে ?
উত্তর/মতামত--
আম গাছে মুকুল আসলে যে ঔষধগুলো দিতে পারেন:
১। কনফিডর ১ গ্রাম প্রতি ৫ লি: পানিতে এবং ইন্ডোফিল ২ গ্রাম প্রতি ১ লি: পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
২। রিপকর্ড ১ মিলি প্রতি লি: পানিতে এবং টিল্ট ০.৫ মিলি প্রতি লি: পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
এগুলো, ফুল যখন কুড়ি অবস্থায় থাকবে তখন একবার এবং ফল যখন মটর দানা আকৃত ধারন করবে তখন আরেকবার স্প্রে করতে হবে। আর ফল আটকানোর জন্য ফলের মটরদানা ও মার্বেল আকৃতিতে ২% ইউরিয়া স্প্রে করতে হবে।
প্রশ্ন :আমার আমের বাগান একটি আমের বাগান আছে অনেক আম হয় কিন্তু অধিকাংশ আমই পোকায় ধরে যেমন আমের উপর দেখে বোজার খমতা নাই যে ভিতরে পোকা আছে আর আমের বউল পরে যায় আমের করা কম থাকে
উত্তর/মতামত--
শোষক পোকা (হপার) এবং এনথ্যাকনোজ রোগ আমের প্রধান শত্রু । মুকুল আসার সময় এই পোকা এবং রোগের আক্রমনে ফুল ঝরে যায়। আমের মুকুল আসলে (ফুল ফোটার পূর্বেই) প্রতি লিটার পানিতে ১ মিলি ইন্ডোফিল মিশিয়ে এবং প্রতি ৫ লিটার পানিতে ১ মিলি কনফিডর মিশিয়ে একবার এবং তারপর আরেকবার গাছের পাতা, মুকুল, ডালপালা ভালভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।
আমের ফল ছিদ্রকারী/ভোমড়া পোকার কীড়া আমের গায়ে ছিদ্র করে ভিতরে ঢুকে শাঁস খায়। সাধারণত কচি আমের ছিদ্র করে এরা ভিতরে ঢুকে এবং ফল বড় হওয়ার সাথে সাথে ছিদ্র বন্ধ হয়ে যায়। তাই বাইরে থেকে আম ভাল মনে হলেও ভিতরে পোকা পাওয়া যায়। এই পোকার আক্রমন থেকে পরিত্রান পেতে আম গাছের মরা ও অপ্রয়োজনীয় শাখা, পরগাছা কেটে ফেলতে হবে। গাছে ফল মার্বেল(ছোট) অবস্থায় প্রতি লিটার পানিতে ১ মিলি হারে সাইপার মেথ্রিণ (রিপকর্ড/সিমবুস) ১০ ইসি মিশিয়ে ১০-১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে।
প্রশ্ন :১০ বছরের আম গাছের যত্ন ও সঠিক পরিমান সারের পরিমান ও প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে জানালে উপকৃত হতাম
উত্তর/মতামত--
আম গাছের যত্ন :
প্রতিবছর বর্ষার শেষে মরা, রোগাক্রান্ত , শুকনো ডালপালা কেটে ফেলা, পরগাছা দমন করা।
১০ বছরের গাছে সার : গোবর ২৫ কেজি, ইউরিয়া–৭৫০ গ্রাম, টিএসপি-৫০০ গ্রাম, এমওপি-২৫০ গ্রাম, জিপসাম-১০০ গ্রাম, জিন্কসালফেট-১৫ গ্রাম।
উল্লিখিত সার ২ ভাগ করে জৈষ্ঠ-আষাঢ় মাসে প্রথম ভাগ এবং আশ্বিন মাসে দ্বিতীয় ভাগ গাছের গোড়া থেকে ১ মিটার দুরত্বে রিং করে প্রয়োগ করতে হবে এবং প্রয়োজনে হালকা সেচ দিতে হবে।
#এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিস চলাকালীন সময়ে উল্লেখ্য নাম্বারে যোগোযোগ করতে পারেন ---
* ড. মো. হামিম রেজা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল ০১৭১২৭৬০৮২০/০১৮৭৪৬৯০৭৫৯
* ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২
Latest from Super Admin
2 comments
-
Comment Link
Thursday, 20 June 2019 13:00 posted by moeen khan rizvi
I have two drafting mango tree.May be 3 years old.But after rise the flower ,and flower to little mango,the all little mango fall down.Would you pls tell us what's the problem?The mango tree has in drum pot.
Pls send me as below mail address. -
Comment Link
Thursday, 20 June 2019 13:00 posted by moeen khan rizvi
I have two drafting mango tree.May be 3 years old.But after rise the flower ,and flower to little mango,the all little mango fall down.Would you pls tell us what's the problem?The mango tree has in drum pot.
Pls send me as below mail address.
Leave a comment
Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.
ব্লগার লগ ইন
ব্লগ পুঞ্জিকা
ব্লগ ট্যাগ
আরও পড়ুন
-
চাঁপাইনবাবগঞ্জে আম চাষী ও ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা
-
রাজশাহী অঞ্চলের আম সংরক্ষনের পরিকল্পনা রয়েছে
-
শিবগঞ্জে ভারতীয় নিম্নমানের হরমোন ও কীটনাশকে শত শত আম গাছ মরে যাচ্ছে
-
আমের গুটি ঝরা রোধ করতে চাইলে কি করবে?
-
চট্টগ্রামে ফরমালিন মেশানো আম ধ্বংস
-
পাঁচ বছরে লোকসান ৬০ কোটি টাকা : পুঠিয়ায় পচন রোগে হতাশ আম ব্যবসায়ী ও বাগান মালিকরা
-
ভারতে এই অসময়ে প্রতি ডজন অলফনসো বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়
-
আম সম্পর্কে ১৩টি তথ্য যা আপনার জানা নেই
-
আমে চাঙ্গা অর্থনীতি
-
অসময়ে আম
-
সাধারণ চাষীরা নয়, আমে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগে জড়িত অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট
-
আমের ফুল ও ফল ঝরা রোধের উপায় ও সার ব্যবস্থাপনা ২০২০
-
এক বাগানে চাষ হচ্ছে আম ও আনারস
-
আমের দাম কমে যাওয়ায় বিপাকে আম চাষিরা
-
পাহাড়ের রাংগোয়াই আম জনপ্রিয়তা বাড়ছে
-
মাগুরায় নতুন জাতের আম “ইয়াসমিন” উদ্ভাবন
-
দুর্বৃত্তরা বিনষ্ট করল ১৫ হাজার আমের চারা
-
গর্ভাবস্থায় আম খাওয়ার ঝুঁকি আছে
-
আমের রাজধানীতে পাওয়া যাচ্ছে অসময়ে ভারতীয় আম
-
চাটমোহরে ঝড় ও শিলাবৃষ্টিতে আম লিচুর ব্যাপক ক্ষতি
-
গৌড়মতি আমের সম্ভাবনা ও সচ্ছলতার গল্প
-
শ্রীমঙ্গলে কাঁঠালী আম গাছ !!
-
কাটিমন আম এর সামান্য পরিচয়
-
আমের স্বত্ব নিয়ে নতুন লড়াই দুই বাংলায়
-
প্রনিং পদ্ধতিতে ফলজ গাছ ছাটাই
-
আম গাছের পাতা থেকে ঝড়ছে মিষ্টি পানি !
-
চাষিদের কৃতিত্বেই বাড়ছে আমের চাষ
-
আমের গুটি ঝরা রোধে করনীয়
-
গাছে গাছে আগাম আমের মুকুল
-
আমের নাম কেন এমন?
-
আদিযুগে প্রাকৃতিক ভাবে আম পাকাতে ব্যবহার হতো আশ শেওড়া
-
গরম পানিতে আম শোধন
-
ভাল আম চেনার সহজ উপায়
-
পাটকেলঘাটা অঞ্চলের আম গাছগুলোতে মুকুলে ভরে গেছে
-
আত্রাইয়ে আমগাছ মুকুলে ভরপুর
-
ফাল্গুনের হঠাৎ বৃষ্টি,কক্সবাজারে আমের বাম্পার ফলনের সম্ভাবনা
-
আখের পাতায় আগুন দিতে গিয়ে পুড়ে সাফ ৫ শতাধিক আম গাছ!
-
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি" এবার আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে
-
আমের মুকুল দেরিতে এলেও ফলনে প্রভাব পড়বে না চাঁপাইনবাবগঞ্জ
-
আমগাছে গাছ ভরা মুকুল ভাল ফলন পাওয়ার আশা বাগান মালিকদের
-
ঝড় ও শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আম-ফসলের ব্যাপক ক্ষতি
-
বাড়িতে সহজেই আমের চাষ
-
দেশের সবচেয়ে বড় আমগাছটি দেখতে যাবেন কিভাবে? কোথায় থাকবেন, কোথায় খাবেন বিস্তারিত
-
চাহিদা বাড়ছে রাংগোয়াই আমের
-
আমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা রাজশাহীতে
-
সিন্ডিকেটের কবলে সাতক্ষীরার আম বাজার, ন্যায্যমূল্য পাচ্ছে না চাষীরা
-
মেহেরপুরে লক্ষাধিক টাকার ফরমালিন মেশানো আম আটক
-
সোহাগী আমের সান্নিধ্য
-
বানেশ্বর বাজারে আমে মেশানো হচ্ছে বিষযুক্ত কেমিক্যাল; জনস্বাস্থ্য হুমকির মুখে!
-
কানসাট আম বাজারের নিলাম সম্পন্ন
সর্বশেষ মন্তব্য
-
আর খাইয়েন না। এক লাখ পুরা হলেই আজরাইল এসে ধরবে।
Written by মিজানুর on Friday, 29 May 2020 16:47 এক বসাতে ১০০ ল্যাঙড়া আম খেয়েছি – লোটাস কামাল -
Nice post, very interesting. Good work , If you have…
-
এই আম কোন মাসে পাকে
-
I have two drafting mango tree.May be 3 years old.But…
-
I have two drafting mango tree.May be 3 years old.But…
-
How can this be done?
-
মনজুরুল হক ভাইয়ের নাম্বারটা দেবেন
-
হিমসাগর কত করে??
-
5kg am lak ba gser
-
আঁচার আমার খুব পছন্দের। আমি একদিন এটা বানিয়ে নিব। ধন্যবাদ।
-
খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ লেখককে।
-
ভাবতেই কষ্ট হচ্ছে আপনার জার্নির কথা শুনে... আর আমরা ঘরে…
-
চিন্তা করা যায়??
-
কৃষি কর্মকর্তারা কি বেতন খাচ্ছে আর ঘুমা্চ্ছে....
-
আমার বাড়ি নওগাঁর মহাদেবপুরে.. আমি কি আম চাষ করতে পারবো?
