আম কেনার পদ্ধতি
- Published Date
- Written by Super Admin
- Hits: 79766
আমাদের কাছে আম কেনার পদ্ধতি:
পদ্ধতি ১: অনলাইন
১। অনলাইনে আম কিনতে "অনলাইন মার্কেট" থেকে আপনার পছন্দনীয় আম টি সম্পর্কে আগে ভালো করে জানুন এবং আম পছন্দ করার পর আমের পরিমাপ নির্ধারন করে 'Add to Cart" বাটনে ক্লিক করুন।
২। আম কেনা শেষ হলে "Show Cart" বাটন থেকে অপনার বিল সংগ্রহ করুন।
৩। কাষ্টমার বিলিংই ইনফোরমেশন ফরম পুরন করুন।
৪। পেমেন্ট ও শিপমেন্ট মেথড সিলেক্ট করার পর চেক আউট করুন।
৫। আমের মোট দাম ও শিপমেন্ট খরচ আমাদের পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করে পেমেন্ট করুন।
৬। আপনার পছন্দের আমটি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
পদ্ধতি ২: অফলাইন
১। আপনার পছন্দনীয় আম টি সম্পর্কে আগে ভালো করে জানুন।
২। আমাদের সেলস নাম্বারে সরাসরি ফোন করে আপনার পছন্দের আমটির প্রাপ্ততা ও দাম নিশ্চিত করুন।
৩। মোট বিলের পরিমাপ জানার পর আমাদের অগ্রীম বিল পরিশোধ করুন।
৪। আপনার পছন্দের আমটি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
পরিবহন ব্যাবস্থা :
কুরিয়ারঃ কানসাট থেকে বাংলাদেশের যে কোন যায়গায় আম পাঠানোর অন্যতম মাধ্যম কুরিয়ার সর্ভিস। আপনি চাইলে প্রচলিত যে কোন কুরিয়ার সার্ভিস ব্যাবহার করে আপনার আম সংগ্রহ করতে হবে। এখেত্রে আমের দামের সাথে নিন্মে বর্নিত অতিরিক্ত মুল্য যোগ হবেঃ
* ঢাকা ও সমগ্র উত্তরবঙ্গ = ১২ টাকা প্রতি কেজি ( প্যাকিং খরচ সহ)
* ট্রানজিট ও অন্য জেলা = ১৭ টাকা প্রতি কেজি ( প্যাকিং খরচ সহ)
ভাইকেলঃ আম ব্যাবসায়ী বা কর্পোরেট গ্রাহকদের জন্য কানসাট থেকে বাংলাদেশের যে কোন বানিজ্যিক এলাকায় আম পাঠাবার অন্যতম মাধ্যম ট্রাক বা কাভার্ড ভ্যান। এখেত্রে অবশ্যই নুন্যতম ৫/৬ ক্যারেট বা ৩/৪ মন আম হতে হবে।
* ঢাকা ও সমগ্র উত্তরবঙ্গ = ৫ টাকা প্রতি কেজি ( প্যাকিং খরচ বাদে)
* অন্য জেলা = ৭ টাকা প্রতি কেজি ( প্যাকিং খরচ বাদে)
এ মাধ্যমে প্লাস্টিক ক্যারেট দরকার হবে। প্রতিটি ক্যারেটের দাম-১৩০ টাকা। প্রতিটি ক্যারেটের আম ধারনের ক্ষমতা ২৩-২৬ কেজি।
যাত্রিবাহী বাসঃ এটি একটি অনিরাপদ মাধ্যম। তবে বিশেষ ক্ষেত্রে BRTC সহ বিভিন্ন কোচ সার্ভিসে দ্রুত আম পাঠানো সম্ভব। বিশেষ করে পাকা আম পরিবহনের জন্য এ মাধ্যম উপযুক্ত। ভাড়া: দুরত্বভেদে ১০-১৫ টাকা প্রতি কেজি।
<< খোলা প্রশ্ন >>
উদাহরন ০১: আমি ঢাকায় ১০ কেজি ফজলি আম কিনতে চাই। কিভাবে কিনবো আর কত টাকা পরিশোধ করবো?
উত্তর: আমের দাম = ৫৫ টাকা X ১০ কেজি=৫৫০/= টাকা।
পরিবহন খরচ = ১২ টাকা X ১০ কেজি=১২০/= টাকা।
মোট খরট = ৬৭০/= টাকা মাত্র
আপনি ৬৭০/= টাকা আমাদের ব্যাংক অথবা বিকাশে সেন্ড করুন। তারপর 01712-339955 নাম্বারে SMS বা ফোন করে আপনার ঠিকানাটি জানান। ব্যাস, আপনার কাজ শেষ। আমগুলো হাতে পাবার জন্য অপেক্ষা করুন। আর কোন হিডেন চার্জ নাই।
............................
উদাহরন ০২: আমি চট্টগ্রামে ১৫ কেজি হিমসাগর আম কিনতে চাই। কিভাবে কিনবো ?
উত্তর: আমের দাম = ৬০ টাকা X ১৫ কেজি =৯০০/= টাকা।
পরিবহন খরচ = ১৭ টাকা X ১৫ কেজি=২৫৫/= টাকা।
মোট খরট = ১১৫৫/= টাকা মাত্র
আপনি ১১৫৫/= টাকা আমাদের ব্যাংক অথবা বিকাশে সেন্ড করুন। তারপর 01712-339955 নাম্বারে SMS বা ফোন করে আপনার ঠিকানাটি জানান। ব্যাস, আপনার কাজ শেষ। আমগুলো হাতে পাবার জন্য অপেক্ষা করুন। আর কোন হিডেন চার্জ নাই।
............................
উদাহরন ০৩: আমি আম ব্যাবসায়ী। সিলেটে ১০ মন ল্যাংড়া আম কিনতে চাই। কিভাবে কিনবো ?
উত্তর: আমের দাম = ১৭৭০ টাকা X ১০মন =১৭৭০০/= টাকা।
ক্যারেটের দাম = ১৩০ টাকা X ১৮ ক্যারেটে=২৩৪০/= টাকা।
আড়ৎ+অন্যান্য = ৪০ টাকা X ১৮ ক্যারেটে=৭২০/= টাকা।
পরিবহন খরচ = ১২০ টাকা X ১৮ ক্যারেটে =২১৬০/= টাকা।
মোট খরট = ২২৯২০/= টাকা মাত্র
আপনি ২২৯২০/= টাকা আমাদের ব্যাংক অথবা বিকাশে সেন্ড করুন। তারপর 01712-339955 নাম্বারে SMS বা ফোন করে আপনার ঠিকানাটি জানান। ব্যাস, আপনার কাজ শেষ। আমগুলো হাতে পাবার জন্য অপেক্ষা করুন। বিকাশে টাকা পাঠালে ২% হিসেবে ৪৫৮/= টাকা বিকাশ খরচ যোগ করতে হবে। ক্যারেট ফেরত দিলে ২১৬০/= টাকা ফেরত পাবেন। পাইকারি ব্যাবসায়ী হিসেবে আপনি ১০মন X ৫ কেজি = ১মন ১০ কেজি আম ফ্রি পাবেন। পরিবহন খরচ সামান্য কমবেশি হতে পারে।
Comments
- No comments found
আগামী ১২ মে থেকে আম বাজার চালু হবে
আম বাজার চালু হতে বাকি আছে-
পাউথান125.00 টাকা
-
গোপাল ভোগ130.00 টাকা
-
মল্লিকা80.00 টাকা
-
মিয়ার চারা70.00 টাকা
-
বোগলা গুটি110.00 টাকা
-
বৃন্দাবনী99.00 টাকা
-
দুধস্বর100.00 টাকা
-
বৈশাখী75.00 টাকা
-
কালা পাহাড়70.00 টাকা
-
হিমসাগর130.00 টাকা

Leave your comments